সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২০৬১, মৃত্যু ৪৪

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১৭১ Time View

সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ২০৬১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ১২৩৭ জন, সুনামগঞ্জে ৪১৯ জন, হবিগঞ্জে ২২৭ জন এবং মৌলভীবাজারে ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ সিলেট-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, করোনায় এ বিভাগে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল সিলেট জেলায়ই মারা গেছেন ৩৩ জন। এছাড়া, হবিগঞ্জ ৩ জন এবং সুনামগঞ্জে ও মৌলভীবাজারে চার জন করে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বিভাগে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০২ জন। এর মধ্যে সিলেট ১৩৪, সুনামগঞ্জ ১৫২, হবিগঞ্জ ১০৯ ও মৌলভীবাজার ১০৭। এর মধ্যে কোভিড প্রমাণিত রোগী ভর্তি আছেন-সিলেটে ৪৭, সুনামগঞ্জে ১০৩, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ৫। এছাড়া, এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৪৫ জন। এর মধ্যে সিলেটে ১৩৮, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জ ১৪২ এবং মৌলভীবাজারে ৬৬ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
২০১৯ © জাগোসময়.কম